কিরগিজস্তানে রিকার্ভ এককের ফাইনালে রুমান সানা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৪ আগস্ট ২০১৭

কিরগিজস্তানের সুপারা চুনকারচকে চলমান রিকার্ভ ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের রুমান সানা। ফাইনালে ওঠার মধ্যে দিয়ে বাংলাদেশের এ আরচারের রৌপ্য নিশ্চিত হয়েছে। শুক্রবার তিনি স্বর্ণের লড়াইয়ে নামবেন রাশিয়ান আরচার আলেক্সি নিকোলায়েভের সঙ্গে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে দু'জন আরচার অংশ নিচ্ছেন। অন্যজন নারী আরচার বিউটি রায়। এর আগে বাংলাদেশ মিশ্র দ্বৈতে হেরে গেছে সেমিফাইনালে। রুমান ও বিউটি এ ইভেন্টে এখন ব্রোঞ্জের জন্য খেলবেন।

এ প্রতিযোগিতায় দুই আরচারের সঙ্গে তিন কর্মকর্তা গেছেন কিরগিজস্তানে। ওয়ার্ল্ড আরচারি এশিয়া মনোনীত ডেলিগেট হিসেবে গেছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। টিম ম্যানেজার কামরুল ইসলাম এবং কোচ মোহাম্মদ জিয়াউল হক।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।