অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন


প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০১৫

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ দল শিরোপা জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ কিশোর ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, এই শিরোপা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য সুখবর। এজন্য বাংলাদেশের কিশোরদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সিলেট নগরীর জেলা স্টেডিয়ামে এবারের আন্তর্জাতিক ফুটবলের এই আসরটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এটা সফলভাবে সম্পন্ন করার জন্য সিলেটের প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে সিলেটের ফুটবলপ্রেমী দর্শকদেরকে প্রতিটি খেলায় শান্তি-শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে সিলেটের ফুটবলপ্রেমী দর্শকরা দেশ ও বিদেশে সুনামের রেকর্ড সৃষ্টি করেছেন। বাংলাদেশের পাশাপাশি ফুটবল খেলাকে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন।

মন্ত্রী বলেন, সরকার চায় দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে। আর সে লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, ইতিমধ্যে সিলেটসহ দেশের অন্যান্য স্থানে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। উপযুক্ত পরিবেশের সুযোগ করে দেয়ায় সিলেটে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্টের আন্তর্জাতিক আসর সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তার জন্য অর্থমন্ত্রী বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অর্থমন্ত্রী সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় রানারআপ দল ভারত ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলকে ধন্যবাদ জানান।

অর্থমন্ত্রী বাংলাদেশ ফুটবল দলের অব্যাহত সফলতা কামনা করে বলেন, বাংলাদেশের ফুটবল আরো এগিয়ে যাবে। এটা আমার বিশ্বাস।

উল্লেখ্য, টাইব্রেকারে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের স্বপ্নের শিরোপা জিতেছে বাংলাদেশ।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।