স্বামীর ৪০ দিন পর কোচ নাসরিনও না ফেরার দেশে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৪ জুন ২০২১

কাজী আকরাম আলী ও তার স্ত্রী নাসরিন আক্তার দু’জনই ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জিমন্যাস্টিকস কোচ।
নাসরিন কিডনি রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসা করাতে ভারতের ব্যাঙ্গালুরু নিয়েছিলেন আকরাম আলী। সেখান থেকে তারা চলে এসেছিলেন কলকাতায়।

১৫ মে কলকাতায় মৃত্যুবরণ করেন কাজী আকরাম আলী। আর নাসরিন আক্তার ছিলেন একটি হাসপাতালে ভর্তি। ৪০ দিন পর বুধবার রাতে মৃত্যুবরণ করলেন নাসরিনও। চলে গেলেন স্বামীর কাছেই।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু জানান, ‘কিছুদিন ধরে নাসরিন আক্তার লাইফ সাপোর্টে ছিলেন। গতরাতে (বুধবার) মারা গেছেন। কলকাতার হাওড়াতেই দাফন করা হয়েছিল কাজী আকরাম আলীকে, সেখানেই শেষ ঠিকানা হলো তার স্ত্রী নাসরিন আক্তারের।’

দেড় মাসেরও কম সময়ের ব্যবধানে বিকেএসপির দু’জন সিনিয়র কোচের বিদায়ে জিমন্যাস্টিক্স অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।