নতুন মাইলফলকের সামনে তামিম-সাকিব


প্রকাশিত: ১১:০০ এএম, ২৫ নভেম্বর ২০১৪

দেশের ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সিরিজ শুরু হওয়ার আগে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৭৬ রান। অন্যদিকে সাকিবের প্রয়োজন ছিল ১৬৫ রানের।

চট্টগ্রামে ২ ম্যাচে তামিম ৮১ রান এবং সাকিব ১০১ রান করেছেন। সেই সুবাদে সাকিব ৬৪ এবং তামিম ৯৫ রান থেকে দূরে রয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে এই দুজন বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৪ হাজারী ক্লাবের সদস্য হবেন এই প্রত্যাশাই করছেন ক্রিকেট ভক্তরা। যদিও সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন তামিম। কেননা ওপেনিংয়ে তিনিই মাঠে নামবেন সবার আগে।

এক ম্যাচে সেঞ্চুরি এবং ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। তৃতীয় ম্যাচে মিরপুরের উইকেটে ৪ হাজারী ক্লাবের নতুন সদস্যপদ পাবেন এমন আশা করতেই পারেন ভক্তরা।

এদিকে চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল তৃতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেছেন। তার কাছে ভক্তদের প্রত্যাশা বুধবার শুরু হওয়ার তৃতীয় একদিনের ম্যাচে ৪ হাজারী মাইলফলকে পৌঁছাবেন তিনি। আগের ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ড্যাশিং এই ওপেনার। এনামুল ও তামিম মিলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫৮ রানের ওপেনিং জুটি গড়েছিলেন।

উল্লেখ্য, তামিম ইকবাল ১৩২ ম্যাচ খেলে ৩৯০৫ রান করেছেন। ম্যাচ প্রতি তার গড় ৩০.০৩। আর সেঞ্চুরি করেছেন ৪টি।সঙ্গে হাফসেঞ্চুরি আছে ২৭টি। অন্যদিকে সাকিব ১৩৮ ম্যাচে ৩৯৩৬ রান করেছেন। ম্যাচ প্রতি তার গড় ৩৫.১৪ এবং সেঞ্চুরি ৬ ও হাফসেঞ্চুরি ২৬ টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।