চ্যাম্পিয়ন্স লিগে পুনের জয়
ভারতে প্রথমবারের মতো আয়োজিত চ্যাম্পিয়ন্স টেনিস লিগের (সিটিএল) শিরোপা জিতেছে পুনে মারাথাস। প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে পুনে ২৭-২৩ গেমে হারিয়েছে দিল্লি ড্রিমসকে।
পুনের জয়ে নেতৃত্ব দিয়েছেন সাইপ্রাসের তারকা মারকোস বাগডাটিস। তার দারুণ নৈপূণ্যে প্রতিযোগিতার উদ্বোধনী আসরের ট্রফি নিজেদের করে নিতে কোনো সমস্যা হয়নি পুনের। ফাইনালে বাগডাটিস হারিয়েছেন কেভিন অ্যান্ডারসনকে।
চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি হিসেবে এক কোটি রূপি পাবে জয়ী দল পুনে। আর দিল্লি পাবে ৫০ লাখ রূপি।