এবার শিরোপায় চোখ ওয়েস্ট ইন্ডিজের


প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ যুবারা। ২০০৪ সালে  বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপেরও ফাইনাল খেলেছিল ক্যরিবীয় যুবারা। সেবার পাকিস্তানের কাছে হেরে রানারআপ হতে হয়েছিল তাদেরকে। এবার মিরাজদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েই তারা জানিয়ে দিচ্ছে, লক্ষ্য এবার শিরোপা। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে উপমহাদেশের দুই দলকে হারিয়ে ফাইনালে জয়ের রসদ তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক শিমরন হেতমায়ের।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য খুবই আনন্দদায়ক অনুভূতি। এখানে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠলাম। আজকে যেভাবে খেলেছি, তা ধরে রাখতে পারলে আশা করি ফাইনালেও জিততে পারবো। তাই এটা আমাদের এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই ভালো অর্জন হবে।’

বাংলাদেশে এসে ৩-০তে সিরিজ হারের পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন সাফল্যের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুব বড় পরিবর্তণ। প্রথম দিকে ছেলেরা এখানে মানিয়ে নিতে পারছিল না। ওয়েস্ট ইন্ডিজে বল তেমন স্পিন করে না। এখানে আশার পর থেকেই দেখছি স্পিন। ছেলেরা সময় নিয়ে পিচ এবং আবহাওয়ায় সঙ্গে মানিয়ে নিয়েছে এবং তার ফলাফল আমরা পেয়েছি।’

টুর্নামেন্টের শুরুতে তেমন ভালো খেলছিলেন না অধিনায়ক হেতমায়ের; কিন্তু নকআউট পর্বে এসে দারুণ খেলছেন তিনি। এই প্রসঙ্গে বলেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং ছিল। কোয়ার্টার এবং সেমিফাইনালের আগের ম্যাচে রান পাচ্ছিলাম না। আমি এখন ভালো করেছি। আমি সুইপ শট খেলতে পছন্দ করি এবং আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করি। দেশে ফিরে আমি আরও বেশি পরিশ্রম করবো এবং অনুশীলন করবো। আমার বিশ্বাস তাহলে আরও কাজ দেবে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।