ন্যাশনাল র‍্যাংকিং ওপেন আরচারিতে সেরা দিয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০২ নভেম্বর ২০২২

টঙ্গী আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল র‍্যাংকিং ওপেন টুর্নামেন্ট-৪ এ নিজ ইভেন্টে সেরা হয়েছেন দিয়া সিদ্দিকী।

বুধবার (২ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এ খেলার আয়োজন করা হয়। রিকার্ভ মহিলা একক ইভেন্টে বিকেএসপির দিয়া সিদ্দিকী প্রথম হয়েছেন।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বিকেএসপির মিশাদ প্রধান, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বিকেএসপির তপু রায় এবং কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বিকেএসপির পুস্পিতা জামান প্রথম স্থান অর্জন করেন।

ফাইনাল রাউন্ডে প্রত্যেক ইভেন্টে প্রথমস্থান অর্জনকারী চলতি নভেম্বর মাস থেকে সাত হাজার এবং দ্বিতীয়স্থান অর্জনকারী পাঁচ হাজার টাকা করে ফেডারেশন থেকে মাসিক ভাতা পাবেন। আগামী বছর অনুষ্ঠিতব্য পরবর্তী ন্যাশনাল র‍্যাংকিং ওপেন টুর্নামেন্ট পর্যন্ত এ ভাতা প্রতি মাসে পাবেন বিজয়ীরা।

আরআই/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।