শেষচারে শচিনের কেরালা


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

জিকোর পর মর্গ্যানের গোয়া। আপাতত হিসেবের বাইরে থাকা দুটি দলের এখন সেমিফাইনাল নিশ্চিত। পুনেকে ১-০ গোলে হারিয়ে আইএসএল সেমিফাইনালের তৃতীয় দল হিসেবে জায়গা করে নিল শচিন টেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্স।

টুর্নামেন্ট শুরুর আগে কেরালাকে সেরা দল বলা হচ্ছিল খাতায় কলমে। কিন্তু শুরুটা তেমন ভাল হয়নি। তবে গোয়ার মতো শেষ রাতে বাজিমাত করে গেল কেরালা। চেন্নাই, গোয়ার পর কেরালা সেমিফাইনালে চলে যাওয়ায় এখন একটি মাত্র জায়গাই পরে থাকল শেষচারে। যার জন্য লড়বে কলকাতা এবং দিল্লি। পিছন থেকে উঠে এসে আগেই সেমির টিকিট পেয়ে গেল কেরালা।

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় কেরালা। ২৩ মিনিটে ফ্রিকিক থেকে সরাসরি গোল করেন লেন হিউম। এর পর আর গোটা ম্যাচে কোনও গোল হয়নি। ঘরের মাঠে পুণের বিরুদ্ধে সেমিফাইনালের স্বপ্ন নিয়েই নেমেছিলেন মেহতাব, সন্দীপরা। ডেভিড জেমস চোট পাওয়ার পর থেকে কেরালার গোল সামলাচ্ছেন মর্গ্যানের পছন্দের গোলকিপার সন্দীপ নন্দী। এবং সাফল্যের সঙ্গেই ডেভিড ডেমসের জুতোয় পা গলিয়েছেন তিনি।

অভিজ্ঞতাই হয়তো এই বয়সেও তাঁর সাফল্যের রসায়ন। ১০ মিনিটের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সেই সন্দীপ নন্দীর হাতেই আটকে যায় পুনের ভাগ্য। ত্রেজেগুয়ের শট যেভাবে মাথার উপর দিয়ে বাইরে পাঠালেন তাতে আবার প্রমান হয়ে গেল ডেভিড জেমসের সঠিক বিকল্প সন্দীপই। অন্যদিকে, পুণের নির্ভরযোগ্য ডুডু একেবারে ছন্দে ছিলেন না। যেমন ছন্দে ছিল না গোটা পুণে সিটি এফসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।