ডোপ পরীক্ষায় ক্ষুদ্ধ মেসি
চ্যাম্পিয়ন্স লিগে ডোপ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে লিওনেল মেসিকে। কিন্তু বার্সেলোনার পাঁচজন খেলোয়াড়ের মধ্যে একমাত্র মেসিকেই মূত্র আর রক্তের নমুনা দিতে হয়েছে। তাতেই বিরক্ত বার্সেলোনার মহাতারকা।
মেসি এই প্রসঙ্গে বলেন, ডোপ নিয়ন্ত্রণ। বেছে নেয়া ৫ জনের মধ্যে আমাকেই শুধু মূত্র আর রক্তের নমুনা দিতে হলো…কিছুটা অদ্ভুত, তাই নয় কি? মেসি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে মেসি সহ ইনিয়েস্তা, ব্রাভো, ইভান ও জর্দি আলভার মতো পাঁচজন খেলোয়াড়কে ডোপ পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু একমাত্র মেসিকেই ডোপ পরীক্ষা দিতে হয়েছে। তাতেই এই প্রশ্ন করেছেন মেসি।