বিবিসির সেরা রোনালদো
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) ২০১৪ সেরা বিদেশি ফুটবলারের পদক জিতেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের বিবিসি স্পোর্টস পারসোনালি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
সেখানেই বিদেশি ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন রোনালদো। এ পদক জয়ের পথে যুক্তরাষ্ট্রের প্রমিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদা এবং মোটর রেসিং তারকা মার্ক মারকেুয়েজকে হারিয়েছেন রোনালদো।
উল্লেখ্য, ব্রাজিলের রোনালদোর পর ক্রিশ্চিয়ানো রোনালদোই একমাত্র ফুটবলার হিসেবে এই পদক জিতেছেন। এ জন্য বিবিসিকে ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমাকে এই পদক দিয়ে সন্মানিত করায় বিবিসি এবং ইংল্যান্ডে আমার সাবেক বন্ধুদের ধন্যবাদ জানাই।’
এদিকে, বিবিসির বিচারে ব্রিটিশ ক্রীড়াবিদদের মধ্যে এবারের সেরা নির্বাচিত হয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন। রানারআপ হয়েছেন নর্দান আয়ারল্যান্ডের গলফ তারকা লরি ম্যাকলরি এবং তৃতীয় হয়েছেন প্রমীলা অ্যাথলেট জো প্যাভি।