পাকিস্তানের বড় জয়


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ৫ ম্যাচের এই সিরিজে পাকিস্তানিরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। রবিবার সারজাহ স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৩৬৫ রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান।

জবাবে পাকিস্তানি বোলারদের নৈপুণ্যে ৩৮.২ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শহিদ আফ্রিদি ও হারিস সোহেল। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওপেনার আহমেদ সেহজাদের ১১৩ এবং ভারপ্রাপ্ত অধিনায়ক শহিদ আফ্রিদির ২৬ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর রেখে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। সেহজাদের এটি ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। অন্যদিকে, আফ্রিদির জন্য এটি ৩৮তম ওয়ানডে হাফসেঞ্চুরি। এ দুই ব্যাটসম্যানের পাশাপাশি হারিস সোহেলের ২৮ বলে ৩৯ রান, সরফরাজ আহমেদের হার না মানা ১৪ বলে ৩০ রান এবং সোহল তানভিরের ৯ বলে ১৭ রানের দ্রুত লয়ের ইনিংসগুলো পাকিস্তানিদের বড় সংগ্রহে অবদান রেখেছে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৮৩ রান খরচায় নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

ব্যাট হাতে পাকিস্তানকে জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৪৬ এবং উইকেটরক্ষক লিউক রোঞ্চি দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেলেও বাকি ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে না পারায় বড় ব্যবধানেই ম্যাচ হারতে হয়েছে নিউজিল্যান্ডকে।

সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৩৬৪/৭; ৫০ ওভার (সেহজাদ ১১৩, আফ্রিদি ৫৫; হেনরি ৩/৮৩)
নিউজিল্যান্ড : ২১৭/১০; ৩৮.২ ওভার (উইলিয়ামসন ৪৬, রোঞ্চি ৪১; আফ্রিদি ৩/৩৭, সোহেল ৩/৪৫)
ফল : পাকিস্তান ১৪৭ রানে জয়ী
সিরিজ : ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে এগিয়ে
ম্যাচ সেরা : আহমেদ সেহজাদ (পাকিস্তান)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।