ভুটানে দুটি স্বর্ণ জিতলেন বাংলাদেশের জুডোকা দিপু দেওয়ান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বুধবার ভুটানের থিম্পুতে শেষ হয়েছে চারদিনব্যাপী জিতা-কিওই জুডো প্রশিক্ষণ ক্যাম্প এবং দ্বিতীয় ভুটান জিতা-কিওই আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় দুটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের দিপু দেওয়ান। তিনি +৬৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেন। দ্বিতীয় স্বর্ণ জিতেছেন দলগত বিভাগে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া আরেক বাংলাদেশি মো. আনিছুর রহমান আকাশ -৬৬ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন।

বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে পদক জয়ী দুই তরুণের সাথে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রথম বিদেশের মাটিতে স্বর্ণপদক জিতলেন কোনো বাংলাদেশি জুডোকা।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।