শচীনের প্রতিপক্ষ সৌরভ


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

সারা জীবন ছিল একে অন্যের সতীর্থ। এক সাথে দীর্ঘ দিন খেলেছেন ইন্ডিয়ান জাতীয় ক্রিকেট দলে। দুই জন মিলে উৎযাপন করেছে অনেক বিজয়। আজ তারা একে অন্যের প্রতিপক্ষ।

প্রথমবারের মত অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের দুই দল অ্যাতলেটিকো ডি কোলকাতার মালিক সৌরভ আর ক্যারালা ব্ল্যাস্টারের মালিক শচীন টেন্ডুলকার।

বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে এফসি গোয়াকে পেনাল্টি শটে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় সৌরভ গাঙ্গুলির মালিকানা দলটি। জহরলাল নেহরু স্টেডিয়ামে এদিন খেলার প্রথমার্ধ গোল শুন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও কোন গোল হয়নি। পরে ‍অতিরিক্ত আরও ত্রিশ মিনিট খেলা হলেও দু’দলের ফুটবলাররা গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় পেনাল্টিতে। আর পেনাল্টিতে গোয়ার ফুটবলার আন্দ্রে সান্তোস ও হারুণ ফাখরুদ্দিন গোল করতে না পারলে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোলকাতা দু’দলের প্রথম লেগের খেলা গোলশুন্য ড্র ছিল।

এদিকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে  শচীন টেন্ডুলকারের ক্যারালা ব্ল্যাস্টার। শচীনের দল দুই লেগ মিলিয়ে চেন্নাইকে হারিয়েছে ৪-৩ গোলে। আগামী ২০ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার ফাইনাল অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।