সেমিফাইনালে হেরে গেল সাইনা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

দুরন্ত গতিতে ব্যাডমিন্টন কোর্টে ছুটে চলছিলেন সাইনা নেহওয়াল। কিন্তু শেষ অবধি হারের স্বাদ নিয়ে বছর শেষ করতে হচ্ছে ভারতের এই প্রমীলা ব্যাডমিন্টন তারকাকে। বছরের শেষ আসর ‘ওয়ার্ল্ড সুপার সিরিজ ফাইনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ থেকে ছিটকে পড়েছেন সাইনা।

সেমিফাইনালে হেরে গেছেন চাইনিজ তাইপের তাই জু ইংয়ের কাছে। ফাইনালের উঠার এ লড়াইয়ে সাইনা হেরেছেন ২১-১১, ১৩-২১ ও ৯-২১ গেমে।

দুবাইয়ে চলমান এই আসরে টানা ৩ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শনিবার সেমিফাইনাল খেলতে নেমেছিলেন সাইনা। কিন্তু তার সামনে শক্ত চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা তাই জু ইং।

এই চ্যালেঞ্জ উতরে যেতে পারেননি মাত্র কয়েকদিন আগে চীন ওপেনে শিরোপাজয়ী সাইনা। ৫৫ মিনিটের লড়াই শেষে বিজয়ীর হাসি শোভা পেয়েছে তাই জু ইংয়ের মুখে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।