ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১০ জুন ২০২৪

বিশ্বকাপের পর উরুগুয়ের বিপক্ষে একটি ম্যাচ হারলেও বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলো আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নামার আগে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতলো আলবিসেলেস্তারা।

ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি খেলবেন এটা আগের দিনই নিশ্চিত করেছিলেন কোচ স্কালোনি। তবে কতক্ষণ খেলাবেন তা বলেননি৷ তাই শঙ্কা থেকেই গিয়েছিল মূল একাদশে খেলবেন কি না। সেই শঙ্কা থেকেই মূল একাদশের বাইরে মেসিকে রাখা হয়। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন এই জাদুকর।

ম্যাচের শুরু থেকেই বল দখলের চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা। তবে ইকুয়েডরের শক্তি সমর্থের কারণে পেরে উঠছিল না। দুদলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে৷

খেলা যখন প্রথমার্ধের শেষ দিকে তখনই গোল করেন অভিজ্ঞ ডি মারিয়া। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে বদলি হিসেবে খেলতে নামেন মেসি। দলের ব্যবধান বাড়ানোর চেষ্টাও করেন কিন্তু ইকুয়েডরের রক্ষণ দূর্গ ভাঙতে পারেননি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।