বান্দরবানে শিক্ষার্থীদের কুশপুত্তলিকা দাহ : ক্লাস বর্জন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ করেছেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের এক শিক্ষককে হঠাৎ বদলি করায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসুচি ঘোষণা করেন।
এসময় বিক্ষুদ্ধ শির্ক্ষার্থীরা আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন ছাত্র-ছাত্রীরা। পরে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, বান্দরবান সরকারি কলেজে শিক্ষক সঙ্কট থাকায় নতুন শিক্ষক না দিয়ে হঠাৎ করে কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ড.আরশাদ-উল- আলমকে দেবিদ্বার সরকারি কলেজে বদলি করায় গত বুধবার থেকে ক্লাস বর্জন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
সৈকত দাশ/এফএ/আরআইপি