জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ জুন ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন ২৫ জুন রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওযেব সাইট (www.admissions.nu.edu.bd) থেকে আবেদন ফরম পূরণ করা যাবে।

রোববার সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়েল প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামে আবেদন সম্পর্কিত জটিলতা নিরসন সংক্রান্তিই গত ৩ জুন প্রকাশিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) ভর্তি কার্যক্রমে ডাটবেইজ সমস্যার কারণে ২০১৫ সালে ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারছে না। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং ডাটাবেইজ সংশোধন করা হয়েছে। এখন ২০১৫ সালে ডিগ্রি (পাস) শিক্ষার্থীগণও ভর্তির আবেদন করতে পারবে।

মো.আমিনুল ইসলাম/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।