বাউবিতে ঈদের ছুটি শুরু ১২ জুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১১ জুন ২০১৮
ছবি-ফাইল

পবিত্র শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে ১২ জুন মঙ্গলবার থেকে।

সোমবার বাংলদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো.আবুল কাসেম শিখদার এক তথ্য বিবরণীতে এ কথা জানান।

তথ্য বিবরণীতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় আগামী ১২ জুন মঙ্গলবার থেকে ২১ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ১৩ জুন বুধবার থেকে ২২ জুন শুক্রবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্র ছুটি থাকবে।

মো.আমিনুল ইসলাম/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।