দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিরপুর সড়কে বের হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সন্ত্রাসীরা আদর্শিকভাবে পরাজিত হয়ে হামলাকে বেছে নিয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগ একটি সুপার ইউনিট। এই ইউনিটের কারও গায়ে আঘাত করা মানে মৌচাকে ঢিল ছোড়া। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও রাজপথে আন্দোলনে নামবে।

আরও পড়ুন: ‘ঢাকা কলেজ ছাত্রলীগ করোস’ বলেই দুই নেতার ওপর হামলা

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা কাওসার হোসান কায়েস ও সাব্বির হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে। তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া হলেও গুরুতর আহত কাওসারকে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কাউসারের মাথায়, চোখে, হাতে জখম আর সাব্বিরের মাথায়, ঘাড়ে ও হাতে জখম হয়েছে।

ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং বৃহস্পতিবার দুপুরে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে যান সভাপতি সাদ্দাম হোসেন। তারা উভয়েই এ ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন।

নাহিদ হাসান/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।