চবি পরিবেশ সংসদের সভাপতি শহীদ, সেক্রেটারি সাদমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের (চবিপস) আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. শহিদুল ইসলাম সভাপতি ও মো. সাদমান সাকিব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু) দুই সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন।
আরও পড়ুন: জীববৈচিত্র্য ধ্বংসের বিষয়ে সংসদীয় কমিটির উদ্বেগ
মো. শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং মো. সাদমান সাকিব মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে মো. শহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে জনকয়েক পরিবেশকর্মী ও সচেতন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিবেশ সংসদ প্রতিষ্ঠা করি। ইতোমধ্যে আমরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করি। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দারুণ সাড়া পাচ্ছি। আশা রাখি প্রাণ ও প্রকৃতি রক্ষায় সবাইকে সঙ্গে পাবো।
আহমেদ জুনাইদ/আরএইচ/জেআইএম