জবির ৫ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ১১:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মাঝে ফোবানা প্রথমবারের মতো পাঁচজনকে বৃত্তি দিয়েছে। তারা হলেন- কলা অনুষদের তাসলিমা আক্তার, ইংরেজি বিভাগের আনিকা এবং ইতিহাস বিভাগের লাকি আক্তার, সাইফুর রহমান ও আবু জাফর ওবায়দুল্লাহ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের মাঝে ফোবানার সহযোগিতায় এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফোবানার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান ড. আহসান চৌধুরী এবং রেহান রেজা উপস্থিত ছিলেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এ ধরনের বৃত্তি দেওয়ার জন্য ফোবানাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে অনেক এগিয়ে গেছে। শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি শিক্ষকদের গবেষণা মান উন্নয়নে ফোবানার সহযোগিতা কাম্য।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।