রায়পুরে যুবলীগের কমিটি গঠন


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১০ জুন ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুইটি ইউনিয়নে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক ইউছুফ আজম সিদ্দিকী ও আবু সাঈদ চৌধুরী শাকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে দিদারুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, বশির হাওলাদার ও জয়নাল আবেদীন বেপারীকে যুগ্ম আহ্বায়ক এবং ১০ নম্বর রায়পুর ইউনিয়নে আবদুর রহমান স্বপনকে আহ্বায়ক, জামান হোসেন চৌধুরী, জহিরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন মিরনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।

রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন বলেন, সংগঠনকে গতিশীল করতে ২১ সদস্য বিশিষ্ট দুইটি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার জন্য কমিটির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।