টাঙ্গাইল ছাত্রলীগের সাবেক সভাপতির উপর সন্ত্রাসী হামলা


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৯ জুলাই ২০১৬

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সভায় অংশ গ্রহণ শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন।

মঙ্গলবার দুপুরে জেলা সদর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন একটি রিকশাযোগে নিরালার মোড়ের দিকে যাচ্ছিলেন। জেলা সদর মসজিদের পাশে পৌঁছলে পেছন থেকে ৪-৫জন যুবক দৌঁড়ে এসে রিকশার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা নাজমুল হুদা নবীনের উপর হামলা চালায়।

তারা জানায়, হামলায় নবীন রাস্তায় পড়ে গেলে তোফা দৌঁড়ে পাশে টহলে থাকা পুলিশের কাছে ছুটে যান। এরই মধ্যে যুবকরা নবীনকে বেদম পিটাতে থাকে, এক পর্যায়ে নবীন দৌঁড়ে মসজিদের ভেতর ঢুকে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবীনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, ওই ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। সন্ত্রাসীরা যে হোক তাদের আইনের আওতায় আনা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।