টাঙ্গাইলে তারেকের সাজার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২১ জুলাই ২০১৬

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্টের দেয়া সাজার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেল ৩টায় করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও পথসভা করে তারা।
 
মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মাঠে এক সংক্ষিপ্ত পথসভা করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, খালেদ সাইফুদ্দিন জুয়েল, যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় তারেক রহমান ও মামুনের বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই। এ মামলায় নিম্ন আদালত আদালত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেয়। অর্থ পাচার মামলার আপিলে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।