টাঙ্গাইলে নদী-খাল-জলাশয় উদ্ধারে মানববন্ধন


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৫ জুলাই ২০১৬

টাঙ্গাইলে নদী খাল ও জলাশয় উদ্ধারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নদী খাল জলাশয় উদ্ধার ও পরিবেশ রক্ষা নাগরিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে স্থানীয় নিরালা মোড়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে সংগঠণের পক্ষ থেকে নদী খাল জলাশয় উদ্ধার ও পরিবেশ রক্ষার দাবি সম্বলিত স্মারকলিপি টাঙ্গাইলের জেলা প্রশাসককে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ এনামুল করিম শহীদ, সদস্য সচিব রতন আহমেদ সিদ্দিকী, যুগ্ম-সচিব নাজমুস সালেহীন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফেরদৌস আলম রঞ্জু, আনোয়ার হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি টাঙ্গাইল শাখার সভাপতি সাজ্জাদ রহমতুল্লাহ খোসনুবিশ, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক একদেল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

আরিফ উর রহমান টগর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।