গোয়ালন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত


প্রকাশিত: ০২:২৪ এএম, ১৩ মে ২০১৭
ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকা বাহিনীর আঞ্চলিক প্রধান রফিকুল হাসান রকি ওরফে বাপ্পী ও তার সহযোগী লালন মোল্লা নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গম রাখালগাছি চর (পদ্মা নদীর চর) এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিতহ রকি ওরফে বাপ্পী পাবনা সদর উপজেলার ও লালন মোল্লা রাজবাড়ীর বরাটের বাসিন্দা।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, চরমপন্থীরা মিটিং করছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের দুর্গম পদ্মা নদীর চরে অভিযানে যায় র‌্যাব ৮ এর একটি দল। এমন সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় আধাঘণ্টা গুলি বিনিময় হয় র‌্যাব ও চরমপন্থীদের মধ্যে। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে সেখান থেকে বাপ্পী ও লালনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এ কে ২২ রাইফেল, দুইটি ওয়ান শুটারগান, ৬০ রাউন্ড গুলি, একটি রামদা ও ১ টি তলোয়ার উদ্ধার করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।