রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ মো. তৌফিকুর রহমান মোল্লা মুন্না (৩৫) নামে এক যবুককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার তৌফিকুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আলতব উদ্দিন মোল্লার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলার হয়, ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি অভিযানিক দল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নের্তৃত্বে সকাল সাড়ে ৫টার দিকে ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তৌফিকুর রহমান মোল্লা মুন্নাকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতার আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে সদর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/আরএ/জেআইএম