‘শিক্ষা ছাড়া কেউ আশরাফুল মাখলুকাতে অন্তর্ভুক্ত হবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৫ জুলাই ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ শিক্ষা গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত সে ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীবে অন্তর্ভুক্ত হবে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

ডাঙ্গার হাট নুরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম মু নুরুল আনাম, সাবেক সচিব ও অনির্বান বাংলাদেশের চেয়ারম্যান লুৎফুল্লাহিল মজিদ, জেলা প্রশাসক আবু নঈম মো. আব্দুস সবুর, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা সচিব আমিনুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।