অসুস্থ সাজেদাকে দেখতে গেলেন বিএনপির শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০৫ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮

ফরিদপুর-২ আসনে মহাজোটের প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দেখতে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরের হামিদ মঞ্জিলে যান বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। কিন্তু ঘুমিয়ে থাকার কারণে বিএনপি প্রার্থীর সঙ্গে দেখা ও কথা হয়নি সৈয়দা সাজেদা চৌধুরীর।

শুক্রবার সন্ধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা আওয়ামী লীগের প্রবীণ এ নেত্রীর সঙ্গে দেখা করতে শামা ওবায়েদ তার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রসুলপুরে যান। এ সময় সাজেদা চৌধুরীর মেজ ছেলে সাজিদ আকবর বিএনপি নেত্রীকে তাদের বাড়িতে স্বাগত জানান।

শামা ওবায়েদ ইসলাম রিংকু এ সময় সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার সুস্থতা কামনা করেন।

এক পর্যায়ে শামা ওবায়েদ তার প্রতীক ধানের শীষের লিফলেট দিয়ে সাজেদাপুত্রের কাছে ভোট ও দোয়া চান। একইভাবে সাজেদাপুত্র ও তার এপিএস বিএনপি প্রার্থীর কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।