বিএনপির জন্য মঞ্চ করে দেবেন খন্দকার মোশাররফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

বিএনপির লোকজন যখন ভোট চাইতে মাঠে নামবে আমি আমার নেতাকর্মীদের সেখানে যেতে দিব না, তবুও তারা নির্বাচনের মাঠে থাক। যদি প্রয়োজন হয় আমি আমার লোকজন দিয়ে তাদের জন্য মঞ্চ করে দিব, তারা মিটিং করুক। এমনকি লোকজন দিয়ে তাদের ভোট চেয়ে দিতেও রাজি আছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের বদরপুরে মন্ত্রীর বাসভবন ‘আফসানা মঞ্জিলে’ সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি নির্বাচনে এসে ফরিদপুরে প্রচার প্রচারণায় যেভাবে নিস্ক্রিয় রয়েছে তাতে আমার সন্দেহ হয় ভিতরে ভিতরে তারা কোনো খারাপ মতলব পাকাচ্ছে কিনা। তা না হলে শহরে কোনো পোস্টার লাগাইতেছে না, আবার ভোটও চাইতে নামে না। উল্টো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ দিচ্ছে, তাদের নাকি আমরা প্রচারণা চালাইতে দিতেছি না। আমি এমন নির্বাচন চাই না।

তিনি বলেন, ফরিদপুরে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন ইউসুফ নামে আমার এক নেতাকে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি তাকে দেখতে পর্যন্ত যায়নি যাতে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হয়ে যায়। তারা কী কারণে অনর্থক নালিশ করে বেড়াচ্ছে। এখনও ৭ দিন সময় আছে, নিয়মনীতি মেনে তারা তাদের প্রচারণা চালাক। আমি চাই না নির্বাচনের পরে এমন কথা উঠুক যে আমরা তাদের মাঠেই নামতে দেয়নি।

এ সময় সেখানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কোতয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ উপস্থিত ছিলেন।

সজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।