দাম কমবে যেসব পণ্যের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০১ জুন ২০২৩

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটে মিষ্টি, কৃষিপণ্য, পশুখাদ্য ডায়াবেটিস-ক্যানসার-ম্যালেরিয়ার ওষুধসহ বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট অব্যাহতি ও করছাড়ের সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।

যেসব পণ্যের দাম কমবে

মিষ্টি
প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেটে মিষ্টির দামের ওপর ভ্যাট অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে। এতে মিষ্টির দাম কমতে পারে। বর্তমানে মিষ্টির ওপর ভ্যাট রয়েছে ১৫ শতাংশ। এটি কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ডায়াবেটিস-ক্যানসার-যক্ষ্মার ওষুধ
ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধে উৎপাদনপর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার ফলে দাম কমতে পারে। এছাড়া ক্যানসার ও ডায়াবেটিসের কিছু ওষুধেও করছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে এ সম্পর্কিত ওষুধের দামও কমতে পারে।

আরও পড়ুন>> সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

হাতে তৈরি বিস্কুট-কেক
হাতে তৈরি বিস্কুটের ওপর ভ্যাট অব্যাহতির সীমা বাড়ানো হয়েছে। প্রতি কেজিতে ভ্যাট অব্যাহতি ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা এবং কেকের ভ্যাট অব্যাহতি সীমা ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে উৎপাদন খরচ কমবে। তবে পার্টি কেকের ক্ষেত্রে এ ছাড় নেই।

পশুখাদ্য
পশুখাদ্যের উপকরণ নারকেলের শুষ্ক শাঁসের উচ্ছিষ্ট উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে এর উৎপাদন ব্যয় কমতে পারে। ফলে বাজারে এর দামও কমতে পারে।

ব্লেন্ডার-প্রেসার কুকার-জুসার
প্রস্তাবিত বাজেটে ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকারের মতো গৃহস্থালি সরঞ্জাম উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা আরও দুই বছর (২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত) বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন উৎপাদনকারী কারখানার জন্যও একই সুবিধা থাকবে। রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনে বর্তমানে ৫ শতাংশের বেশি ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন>> দেড় দশকে নতুন ২ কোটি ৩৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি: অর্থমন্ত্রী

ই-কমার্সের ডেলিভারি চার্জ
প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্রতিষ্ঠানের বিক্রয়ের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে ডেলিভারি চার্জ কমবে।

উড়োজাহাজ ইজারা
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজ ইজারার ওপর ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম কর অব্যাহতির প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী।

কনটেইনার
আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত কনটেইনার আমদানিতে করহার কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর আগে এটি ৩১ ও ৩৭ শতাংশ ছিল।

আরও পড়ুন>> দাম বাড়বে যেসব পণ্যের

স্যানিটারি ন্যাপকিন-ডায়াপার
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা আরও এক বছর বহাল থাকবে। সাবান ও শ্যাম্পুর কাঁচামালেও ৫ শতাংশের বেশি ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল থাকছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।

এলইডি বাল্ব ও সুইচ-সকেট
উৎপাদনে উৎসাহিত করতে স্থানীয়ভাবে উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ সকেট আমদানি করতে শুল্ক ও সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে শুল্ক ও সম্পূরক শুল্ক ২০-২৫ শতাংশ রয়েছে। প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেটে শুল্ক ও সম্পূরক শুল্ক হার ১০-১৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত এলইডি বাল্ব ও সুইচ এবং সকেটের দাম কমতে পারে।

অপটিক্যাল ফাইবার
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে এর দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেটে শুল্কছাড়ের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জামের দামও কমতে পারে। এছাড়া সফটওয়্যার, ফ্রিজ, রেফ্রিজারেটর, অভিজাত বিদেশি পোশাকের দামও কমতে পারে।

এর আগে জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’। এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট। আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের ১৫তম বাজেট এটি।

নতুন অর্থবছরের এ বাজেট প্রস্তাব দিতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, চারটি মূল স্তম্ভের ওপর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি।

ইএআর/এএএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।