বাজেট ২০২৩-২৪

কওমি মাদরাসার শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০২ জুন ২০২৩

বাজেটে গ্রামীণ এলাকার কওমি মাদরাসার শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি রেখেছে সরকার। নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করতে ২০২৩-২৪ অর্থবছর থেকে ২০২৫-২৬ পর্যন্ত কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, গ্রামীণ এলাকার কওমি মাদরাসার শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় তিনি ২০২৩-২৪ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৭৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।

আরও পড়ুন> দাম কমবে যেসব পণ্যের

নারী ও শিশুর জন্য মধ্যমেয়াদি কর্ম পরিকল্পনা উল্লেখ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করতে ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ পর্যন্ত যে কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে চাই তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কর্মজীবী মায়েদের শিশু সন্তানদের জন্য ৬৪টি জেলায় ডে-কেয়ার সেন্টার স্থাপন; কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানিটারি টাওয়াল প্রস্তুতকরণ ও বিতরণ; কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান।

আরও পড়ুন> দেড় দশকে নতুন ২ কোটি ৩৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি: অর্থমন্ত্রী

এছাড়াও নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে মহিলাবিষয়ক অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি; শেখ হাসিনা নারী কল্যাণ ডরমেটরি ও কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ; অবসরকালীন আপনালয় স্থাপন; ৪ বছর বয়সী শিশুদের জন্য শিশু বিকাশ কেন্দ্র স্থাপন ও পরিচালনা; গ্রামীণ এলাকার কওমি মাদরাসার শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান; ‘নিরাপদ ইন্টারনেট-নিরাপদ শিশু’ কর্মসূচি বাস্তবায়ন; ৬৪ জেলায় কর্মজীবী হোস্টেল ও জিম সেন্টার স্থাপন এসবের উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এসইউজে/এসএনআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।