নিজ বাসা থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ললিত মনচন্দা মারা গেছেন। ৩৬ বছর বয়সী এই অভিনেতার মরদেহ ২১ এপ্রিল সোমবার ভারতের উত্তর প্রদেশের মেরুটে তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ললিতের মরদেহ তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ কোনো সুইসাইড নোট বা সন্দেহজনক কিছু পায়নি।

তবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ললিত মনচন্দা ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি বেশ কিছু বলিউড সিনেমায়ও পার্শ্বচরিত্রে কাজ করেছেন। সম্প্রতি কিছু ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে তাকে।

জানা গেছে, ব্যক্তিগত জীবনে কিছু অর্থনৈতিক সংকট এবং মানসিক চাপে ছিলেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি বেশ কিছু মাস ধরে ব্যক্তিগত সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু তিনি আত্মহত্যা করেছেন কি না তা এখনো পরিষ্কার নয়।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।