ভাইরাল সেই মোনালিসাকে দেখতে মানুষের ঢল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২০ জুলাই ২০২৫
মোনালিসাকে দেখতে আসা মানুষের ভিড়

ভারতে কুম্ভমেলার সেই মোনালিসার কথা হয়তো অনেকেরই মনে আছে। ভাইরাল হওয়ার পর রাতারাতি বদলে গিয়েছিল যার জীবন। সেই মোনালিসাকেই একবার দেখার জন্য তার জীবনের প্রথম সিনেমার শুটিংয়ের সময় মধ্যপ্রদেশে পিচ্চোরে ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ।

জীবনের প্রথম সিনেমার প্রচারে মোনালিসাকে দেখার জন্য মানুষের এই ঢল ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তাকে একবার দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পরে যায়। বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য শুটিংও। নতুন এ অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করার জন্য রীতিমতো উৎসাহী হয়ে পড়েন দর্শক। এরই মধ্যে মোনালিসাকে ঘিরে উন্মাদনার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভাইরাল সেই মোনালিসাকে দেখতে মানুষের ঢলমোনালিসা

শত মানুষের ভিড় ঠেলে, ছাদের উপর উঠে নিজের অনুরাগীদের দেখা দেন মোনালিসা। সবার উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, ‘আপনাদের সবার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে।’ শেষ পর্যন্ত ওই জনস্রোত সামলে শুটিং শুরুর জন্য শেষ নাগাদ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মাঠে নামতে দেখা যায়। শুধু তাই নয় ভক্তদের উদ্দেশ্যে বলা হয়, ‘আজ এ পর্যন্তই। আগামীকাল মোনালিসা আবারও সবার সঙ্গে এসে দেখা করবে। আমরা সবাই সকাল থেকে বাইরে রয়েছি। শুটিংয়ের কঠিন শিডিউল চলছে। দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।’

 
 
 
View this post on Instagram

A post shared by Monalisa Official (@_monalisa_official)

মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল মোনালিসার ভাগ্যের চাকা। ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে পা রেখে রাতারাতি আলোচিত হয়ে উঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে। খারগাঁওয়ের যুবতী বলিউডের পর্দাতে যে দেখা যাবে সেই গুঞ্জন তখনই ছড়িয়ে পড়েছিল। প্রকাশ্যে এসেছিল তার প্রথম বলিউড সিনেমার পারিশ্রমিক।

জীবিকার তাগিদে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা। শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে যাচ্ছেন। কিন্তু সেই জল্পনার মাঝেই মোনালিসার বলিউড অভিষেকের খবর আসে। বর্তমানে সেই সিনেমারই দৃশ্য ধারণের কাজ চলছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।