বান্দরবানে মুড়ি খাচ্ছেন শিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৩ মার্চ ২০২৫

রোজার প্রথম দিনটা বান্দরবানে কেটেছে ঢালিউড অভিনেত্রী শিরিন শিলার। সেখানে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, বিরাট পাত্রে মাখানো হচ্ছে মুড়ি। একজন সরিষার তেল ঢালছেন, তা দিয়ে মুড়ি মাখাচ্ছেন শিলা। যোগাযোগ করলে জানান, সবার সঙ্গে বসে ইফতারে মুড়ি খেয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নতুন একটি সিনেমার শুটিংয়ে সেখানে অবস্থান করছেন এই অভিনেত্রী ও শুটিং ইউনিট। ইফতারের সময় পুরো শুটিং ইউনিট একত্রে বসে ইফতার করে। তাদের জন্য মুড়ি মাখার দায়িত্ব পড়েছিল অভিনেত্রীর ওপর। ভিডিওতে দেখা যায় হিজাবে মাথা ঢেকে সবার সঙ্গে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বান্দরবানে মুড়ি খাচ্ছেন শিলা

ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, শুটিং ইউনিটের সবার সঙ্গে পাহাড়ে ইফতার করছেন শিলা। লিখেছেন, ‘রোজার প্রথম ইফতার, আলহামদুলিল্লাহ।’ জানা গেছে, সরকারি অনুদানে এসডি রুবেলের পরিচালনায় ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার কাজ করতে সেখানে গেছেন শিলারা। শুটিংয়ের জন্য সেখানে বেশ কদিন থাকতে হবে তাদের।

শিরীন শিলা বলেন, “নীল আকাশে পাখি উড়ে” সিনেমাটির গল্প আমার কাছে যেমন ভালো লেগেছে, তেমনি সিনেমায় আমার চরিত্রটিও ভালো। মনে হচ্ছে, ঠিকঠাক নির্মাণ করা গেলে সিনেমাটি দর্শকেরও ভালো লাগবে। সিনেমায় আমার বিপরীতে অভিনয় করবেন এই সিনেমারই পরিচালক গায়ক এসডি রুবেল দাদা। দাদা শুরু থেকেই আমার ব্যাপারে আন্তরিক। যে কারণে কাজটি আমি বেশ আগ্রহ নিয়ে করছি। স্ক্রিপ্ট পড়ে আমি আমার চরিত্রে ডুবে গিয়েছিলাম।’

‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার টাইটেল সং গেয়েছেন সোমনুর মনির কোনাল। এ ছাড়াও আরো দুটি গানে কণ্ঠ দিয়েছেন লুইপা। গানগুলো নিয়ে আশাবাদী পরিচালক এসডি রুবেল জানান, গানগুলো দর্শকের ভালো লাগবে। এর আগেও সরকারি অনুদানে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি বানিয়েছিলেন রুবেল।

বান্দরবান থেকে পোস্ট করা অন্য এক ভিডিওতে দেখা গেছে একজন বিজিবি সদস্য ছবি তুলছেন অভিনেত্রীর সঙ্গে। ছবি তোলা শেষে সহকর্মীর হাত ধরে চান্দের গাড়িতে উঠছেন তিনি। শিরিন শিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেষ বাজি’। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।