অবশেষে শাকিব-বুবলীর রোমান্স নিয়ে মুখ খুললেন অপু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ আগস্ট ২০২৫

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বর্তমানে কাজের চেয়ে ব্যক্তি জীবনের বিষয় নিয়েই বেশি আলোচনায় আছেন। প্রায়ই তার সাবেক দুই স্ত্রীর বিভিন্ন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। এতে প্রসঙ্গক্রমেই শাকিবের নাম চলে আসে।

অপু বিশ্বাস ও বুবলী দুজনই শাকিবের সাবেক স্ত্রী হলেও নিয়ম করে তাদের সময় দেন এ তারকা। শাকিব এ মুহূর্তে বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দে সময় পার করছেন। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। গতকাল (৩ আগস্ট) তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বুবলীর সঙ্গে রোমান্টিক অবস্থায় ধরা দেন শাকিব। এর পরপরই তাদের অনুরাগীরা অপু বিশ্বাসের প্রতিক্রিয়া জানার জন্য মুখিয়ে ছিলেন।

অবশেষে শাকিব-বুবলীর রোমান্স নিয়ে মুখ খুললেন অপু

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন এ নায়িকা। কথা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর ভ্রমণের বিষয়টি নিয়েও অপু বিশ্বাসকে মন্তব্য করতে বলা হয়। এ সময় তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

এ সময় শাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজ অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।’

অবশেষে শাকিব-বুবলীর রোমান্স নিয়ে মুখ খুললেন অপু

এরপর অপু বিশ্বাস বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরে আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’

এ নায়িকা সবশেষে বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারব।’

আরও পড়ুন:

অপু তার দর্শক অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়ায় আমাকে ভরিয়ে রাখেন।’

এমএমএফ/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।