নায়ক হিসেবে বাবাকেই পছন্দ শাকিল খানের মেয়ের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১২ নভেম্বর ২০২৫
মেয়ের সঙ্গে শাকিল খান

চিত্রনায়ক শাকিল খানের মেয়ের পছন্দের নায়ক হলেন তার বাবা। এমনটাই জানালেন তার কন্যা সামিকা শাকিল। সামিকা ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান।

অনুষ্ঠানের মাঝে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে সামিকাও।

আরও পড়ুন
সালমান শাহর মৃত্যু নিয়ে যা বললেন শাকিল খান
এবারও আওয়ামী লীগের মনোনয়ন চান চিত্রনায়ক শাকিল খান

সাংবাদিকরা তাকে পেয়ে কৌতূহলী হয়ে উঠলে সে কথা বলে গণমাধ্যমে। সামিকা বাংলা চলচ্চিত্র দেখে কি না জানতে চাইলে বলে, ‌‘মাঝেমাঝে দেখি।’ এরপর তার প্রিয় নায়ক কে তা জানতে চাওয়া হলে জানায়, তার একমাত্র প্রিয় নায়ক তার বাবা।

শাকিল খান মেয়েকে নিয়ে বলেন, ‘আমার মেয়ে বাবা অন্তপ্রাণ। তার রিল লাইফ হিরো ও রিয়েল লাইফ হিরো একটাই, বাবা। যদিও সামিকা খুব বেশি সিনেমা দেখে না, কিন্তু তার মোবাইলে আমার কিছু সিনেমার গানের ভিডিও আছে। অবসর সময়ে সে দেখে। আমাকে নিয়েও সে সিনেমার নানা বিষয় নিয়ে প্রশ্ন করে।’

শাকিল খান ও শারমিন দম্পতির দুই সন্তান। তাদের ছেলের নাম সাদমান শাকিল। ছোট মেয়ে সামিকা শাকিল।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।