নিয়তি নিয়ে মুভি বাজারে শুভ-জলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ১১ আগস্ট ২০১৬

আরেফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’ চলচ্চিত্রটি আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) সারাদেশে মুক্তি পাচ্ছে। জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবি দিয়েই শুভ-জলির জুটির অভিষেক হতে যাচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে।

সম্প্রতি ছবির প্রচারে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে নিয়তি ছবির পুরো টিমকে। তারা ছবির নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন স্থানে। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রের বাজার বিষয়ক একমাত্র টিভি অনুষ্ঠান ‘মুভি বাজার’-এ হাজির হচ্ছেন ‘নিয়তি’ ছবির প্রধান দুই চরিত্র শুভ ও জলি।

Shubho

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রচার হতে যাওয়া অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই দুই চলচ্চিত্র তারকা। তারা কথা বলবেন তাদের জুটির প্রথম চলচ্চিত্র ‘নিয়তি’র ভাবনা, গল্প, নির্মাণ, জুটি রসায়ন ও কাজের অভিজ্ঞতার অনেক কথা।

মুভি বাজারের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনা নূরুল আলম তরিত।

১৪৫তম পর্বটি এশিয়ান টিভিতে প্রচার হবে আজ রাত ১০টায়। পুনঃপ্রচার হবে রাত ২টা ৩৫ মিনিটে।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।