পাবলিক পার্লামেন্টে কবরী


প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শুটিং হয়েছে এফডিসিতে এটিএন বাংলার নিজস্ব সেটে।

কিরণ বলেন, `কবরীর মতো খ্যাতিমান ব্যক্তিত্বকে অনুষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। তিনি কেবল সু-অভিনেত্রীই নন, ভালো বক্তাও।` অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে বলে জানিয়েছেন তিন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।