মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘জন্মসাথী'র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১১ জুলাই ২০১৮

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ এর আসরে রোববার সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার পেয়েছে শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’। রাজধানীর শেরে বাংলানগরের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্ষী অধ্যায় যুদ্ধশিশু। দেশ স্বাধীন হওয়ার অনেক যুদ্ধশিশুকেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আবার কেউ জন্মপরিচয় গোপন রেখে বেড়ে ওঠেন এদেশেই। নিজের দেশে আত্মপরিচয় সংকটে জীবনযাপন করা এইসব মানুষের সন্ধান করে তাদের খুঁজে বের করেন নির্মাতা শবনম ফেরদৌসী। তিনজন যুদ্ধশিশুকে খুঁজে বের করে তাদের তাদের পরিণতির গল্প শুনেছেন নির্মাতা। সে গল্পই উঠে এসেছে ‘জন্মসাথী’তে।

২০১৬ সালের মার্চে ‘জন্মসাথী’র প্রথম প্রদর্শনী হয়। এরপর বিভাগীয় শহরগুলোতেও প্রদর্শিত হয়েছে এটি। পাশাপাশি বেশি কয়েকটি বিদেশি উৎসবেও দেখানো হয়েছে চলচ্চিত্রটি ‘জন্মসাথী’র গবেষণা ও চিত্রনাট্যে তৈরি করে শবনম ফেরদৌসী নিজেই পরিচালনা করেন প্রামাণ্যচিত্রটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমানে প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আজব সুন্দর’ নিয়ে ব্যস্ত আছেন শবনম ফেরদৌসী। সিনেমাটি সরকারি অনুদানের নির্মিত হচ্ছে।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।