ইমরানের গানের ভিডিওতে হাজির কলকাতার নায়িকা দর্শনা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

বরাবরই গানের ভিডিও নিয়ে অনেক প্রশংসিত হন ইমরান মাহমুদুল। তার প্রায় সব গানই নির্মিত হয় বিগ বাজেটে। থাকে দেশ-বিদেশের সুন্দরী মডেল। বৈচিত্রময় লোকেশনে সেইসব ভিডিও ইউটিউবে জনপ্রিয়তাও পায়।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন কলকাতার দর্শনাকে মডেল করে ভিডিও তৈরি করছেন ইমরান। দর্শনা ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ। কাজ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অঞ্জন দত্ত’র মতো কলকাতার বাঘা বাঘা পরিচালকের সিনেমাতেও। সেই দর্শনাকে ইমরানের ভিডিওতে দেখার অপেক্ষায় আঙুল গুনেছিলেন ইমরানের ভক্তরা।

অবশেষে অপেক্ষার পালা কাটিয়ে ২৩ অক্টোবর সন্ধ্যায় অন্তর্জালে মুক্তি পেয়েছে ইমরান মাহমুদুলের নতুন গানটির ভিডিও। প্রাণ ফ্রুটো নিবেদিত ‘মেঘের ডানায়’ শিরোনামের সেই ভিডিওতে মডেল দর্শনাকে নিয়ে বেশ রোমান্টিক দেখা গেছে ইমরানকে। ভিডিওটি একদিনের মধ্যেই দেড় লাখ দর্শকের ভিউ ছুঁই ছুঁই করছে।

গানটির ভিডিও প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গতকাল রাতে। ধ্রুব মিউজিক স্টেশনের অফিসে সেই আয়োজনে গায়ক ইমরানের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, প্রাণ ফ্রুটোর ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহসহ আরও অনেকেই।

ভিডিওতে দেখা গেছে সমুদ্রসৈকতে দৃষ্টিনন্দন কিছু সেট তৈরি করে কিছু দৃশ্যায়ন। যেখানে বালুকাবেলায় পড়ে থাকা টিভি অথবা রঙিন গাছ, বিকল গাড়ি- আলাদা সৌন্দর্য তৈরি করেছে।

Imran 2

‘মেঘের ডানা’র কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজনে আছেন সৈয়দ নাফিস ও শুভ্র রাহা। দ্বৈত এ গানে ইমরানের সঙ্গে গেয়েছেন ভারতের মধুবন্তী বাগচি। ভিডিও পরিচালনা করেছেন সুশভন দাস।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানে প্রেমের চিরচেনা ও চিরসবুজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা ও দর্শকরা। এখন পর্যন্ত গানটির ভিডিওতে ভালো সাড়া পাচ্ছি।’

ইউটিউবে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি শোনা যাচ্ছে জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

দেখুন গানটির ভিডিও :

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।