জীবনের কথায় আসছে বলিউডের পাপনের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৩ নভেম্বর ২০২০

শুভমিতা ব্যানার্জি, জুবিন গার্গ, রূপঙ্কর বাগচী, রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, আকাশ সেন প্রমুখ ভারতীয় শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে বাংলাদেশের গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গান। তার কথায় প্রকাশের অপেক্ষায় ভারতের আরও তিন জনপ্রিয় শিল্পী আকৃতি কাক্কর, মোহাম্মাদ ইরফান ও রাজ বর্মণের গাওয়া গান।

সেই ধারাবাহিকতায় এবার আরেক ভারতীয় শিল্পী তথা বলিউডের গায়ক পাপন গাইলেন দেশের স্বনামধন্য এ গীতিকারের কথায়। ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শিরোনামের গানটিতে পাপনের সঙ্গে দ্বৈত গেয়েছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল গায়িকা তামান্না প্রমি। এটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত।

গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘ভারতীয় এই গায়ক বলিউডে বেশ জনপ্রিয়। কোক স্টুডিওতে গান করে তিনি আরও প্রশংসা কুড়ান। বাংলাদেশেও তার অনেক শ্রোতা আছে। তার জন্য লিখতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এ জন্য ধন্যবাদ দিতে হয় অদিতকে। তার সুরের ওপরই কথাগুলো লিখেছি। গানটিতে আমাকে সম্পৃক্ত করার জন্য তামান্না প্রমিকেও ধন্যবাদ। পাপনের সঙ্গে দারুণ গেয়েছেনও তিনি।’

এদিকে, অডিওর পর সম্প্রতি গানটির ভিডিওর শুটিংও হয়ে গেছে। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব ও গায়িকা তামান্না প্রমি নিজে। নির্মাতা শাহরিয়ার পলক। কিছু দিনের মধ্যেই ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। কাজটি নিয়ে সংশ্লিষ্টরা সবাই বেশ আশাবাদী।

প্রসঙ্গত, অংগরাগ মহন্ত অসম। ভারতের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী পাপন নামেই উপমহাদেশের শ্রোতাদের কাছে বেশি পরিচিত। তিনি হিন্দী, অসমীয়া ও বাংলা ভাষায় গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। পাপন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি ব্যান্ড দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

বলিউডে তার কিছু গান সমাদৃত হয়েছে। তবে বাংলাদেশের শ্রোতাদের কাছে তিনি তুমুল জনপ্রিয় ‘দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি’ গানটির জন্য।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।