মা হওয়ার খবর দিলেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৪ মার্চ ২০২১

মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। সুখের সেই সংসারে এবার আসতে চলেছে নতুন অতিথি। নিজেই খবরটি জানিয়েছেন শ্রেয়া।

ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে তিনি নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন। খবরটি জানানোর পর ভক্তদের শুভ কামনায় ভাসছেন এ শিল্পী।

শ্রেয়া ফেসবুকে বেবি বাম্পের ছবিতে দেখা যাচ্ছে তিনি সাগরিকা পাড়ের ছবি প্রিন্টের একটি পোশাক পরে আছেন। পেটে হাত দিয়ে নিজের অনাগত সন্তানের অনুভব বোঝার চেষ্টা করছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন- ‘ছোট্ট শিলাদিত্য আসছে! আমি এবং শিলাদিত্য আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে এ সংবাদটি জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে ভারতের সংগীত বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে গানের জগতে পা রাখেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন তিনি। এরপর শ্রেয়া ফিল্মফেয়ার জিতেছেন ৬বার।

শুধু হিন্দি নয় বাংলা, মালায়লাম, তামিল সব ভাষার ছবিতেই গান গেয়েছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।