বিগ বসে থাকছে না কিম

রিয়েলিটি শো ‘বিগ বস’ এর অষ্টম সিজনে অংশগ্রহণ করছেন বিতর্কিত মডেল ও টিভি উপস্থাপিকা কিম কার্দাশিয়ান। সপ্তাহজুড়ে এ খবর নিয়ে ব্যস্ত ছিল সংবাদমাধ্যমগুলো। শোটির উপস্থাপক সালমানের সঙ্গে কিমের বাতচিত কেমন জমে, তা দেখার জন্য সবাই অপেক্ষা করছিলেন। কিন্ত সপ্তাহ শেষে ভিসা জটিলতায় কিমের ভারত সফর বাতিল হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফ জানায়, ভিসা জটিলতার কারণে ৩৪ বছর বয়সী কিম ভারতে আসতে পারছেন না। তবে এর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।
মূলত টিভি সিরিজ ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ ও একটি সুগন্ধীর প্রচারণার অংশ হিসেবে তিনি ভারত সফরের পরিকল্পনা করেন। এটি ছিল প্রচারণার কাজে তার বিশ্ব ভ্রমণের একটি অংশ।
সাম্প্রতিক সময়ে খোলামেলা ফটোশুটের জন্য বিতর্কিত এই তারকার ভারত ভ্রমণ নিয়ে বেশ আলোচনা শুরু হয়। ধারণা করা হচ্ছিল, তার উপস্থিতির কারণে জনপ্রিয়তা পড়ে যাওয়া ‘বিগ বস’ এর জনপ্রিয়তা চড়বে। কিন্তু শেষ পর্যন্ত সে আশায় গুড়েবালি।