অশ্লীলতার জন্য সানি লিওনের বিরুদ্ধে মামলা!


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অশ্লীলতার অভিযোগে এবার মামলা হলো বলিউড তারকা সাবেক পর্নষ্টার সানি লিওনের বিরুদ্ধে। শুধুই সানিই নয় অভিযোগ আনা হয় হয়েছে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‌‘মাস্তিজাদে’র সকল অভিনেতা ও কলাকুশলীর বিরুদ্ধেও।

জানা যায়, মিলাপ জাবেরির পরিচালনা ও সানি লিওন অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেক্স কমেডি ঘরনার ছবিটিতে অশ্লীলতার সীমা অতিক্রম করেছে। সেখানে একটি দৃশ্যে নাকি মন্দির অবমাননা করে হিন্দুদের হেয় করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘মাস্তিজাদে’র একটি দৃশ্যে মন্দিরের ভেতর কন্ডমের প্রচারণা চালিয়েছেন সানি। আর এতেই বেজায় চটেছে ভারতের হিন্দুবাদী সংগঠনগুলো। তারা ধর্ম অবমাননার অভিযোগ এনে দিল্লীর আদর্শ নগর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।

পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।