বছরজুড়ে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন যারা
চলতি বছর শোবিজের বিভিন্ন আলোচিত ঘটনার পাশাপাশি আবেদনময়ী ছবিতে সোশ্যাল মিডিয়া সরগরম করে রেখেছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী। দেশীয় শোবিজ কন্যারা ভাইরাল হয়েছেন ভিন্ন ধরনের আকর্ষণীয় ছবি প্রকাশ করে। উষ্ণতা ছড়ানো এসব ছবি প্রকাশ করে তারকারা কারও কারও কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হয়েছেন, আবার কেউ কেউ ব্যাপক প্রশংসাও পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের উষ্ণতা ছড়ানো প্রকাশিত এসব ছবিতে ভক্ত-অনুরাগীদের মন্তব্যও ছিল নেটিজেনদের আনন্দ-বিনোদন ও হাসির অন্যতম খোরাক।
কোনো কোনো তারকা প্রায় নিয়মিত আবেদনময়ী ছবি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম রাখা এসব তারকার মধ্যে শীর্ষে ছিলেন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার একেকবারের প্রকাশিত ছবি রীতিমতো ঝড় তুলেছিল। বিশেষ করে জয়ার তরুণ প্রজন্মের ভক্ত-অনুরাগীরা তার প্রতিটি ছবি লুফে নিয়েছেন।

চিত্রনায়িকা পরীমনি বরাবরই আলোচনায় থাকেন সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি এ বছর বেবিবাম্পের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ভিন্নমাত্রার আলোচনার ঝড় তোলেন। ছবি প্রকাশের পর নেটিজেনরা ইতিবাচক ও নেতিবাচক বিভিন্নমুখী আলোচনায় মুখর থাকেন কয়েক সপ্তাহ।

চিত্রনায়িকা অপু বিশ্বাস, বুবলী ও ববিও সবর ছিলেন আকর্ষণীয় ছবি প্রকাশ করে।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনও আবেদনময়ী ছবি প্রকাশে কোনো অংশে পিছিয়ে ছিলেন না। তিনি তার ভক্ত-অনুরাগীদের মাতিয়ে রেখেছেন উষ্ণতা ছড়ানো ছবি প্রকাশ করে। সেই সঙ্গে সমালোচনারও শিকার হয়েছেন।
বছরের শেষ দিকে হঠাৎ করে খোলামেলা ছবি প্রকাশ করে তুমুল আলোচনায় আসেন অভিনেত্রী রুনা খান। শরীরের ওজন কমিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন রুনা খান। রুনা খান প্রকাশিত আকর্ষণীয় ছবিও লুফে নেন তার অনুসারীরা। তিনি কখনো দেশের প্রাকৃতিক লোকেশনে কখনো দেশের বাইরের লোকেশনে গিয়ে তোলা হট লুকের ছবি তুলেছেন। এবং সেসব ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

লাস্যময়ী তারকা মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি আকর্ষণীয় ছবি প্রকাশ করে আলোচনায় এগিয়ে ছিলেন। মিম নান্দনিক ছবি প্রকাশের জন্য সবার কাছ থেকে প্রশংসা পেয়েছেন।

নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরিও আকর্ষণীয় ছবি প্রকাশ করে দর্শকদের নজর কেড়েছেন।
এমআই/এমএমএফ/এমএস