সিদ্ধার্থ শুধুই বন্ধু : ফ্রিডা


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

সিদ্ধার্থ নাকি ফ্রিডা পিন্টোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর এই গল্পে ডানা মেলেছে, ফ্রিডার জন্মদিনে সিদ্ধার্থর সঙ্গে তোলা তাঁর বেশ অন্তরঙ্গ ছবিটি।

তবে এই সব জল্পনার মুখে কুলুপ এঁটে দিলেন স্বয়ং ফ্রিডা। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে হলিউডি এই নায়িকা জানিয়েছেন, আপাতত আমি কোনো সম্পর্কে নেই। সিদ্ধার্থের সঙ্গে বন্ধুত্ব ছাড়া কোনওদিনই আমাদের মধ্য অন্য কোনো সম্পর্ক ছিল না। আমরা খুবই ভালো বন্ধু। জন্মদিনে তোলা ছবিটি নিছকই বন্ধুত্বের পাগলামো। আর কিছুই নয়”।

হলিউডের ভারতীয় এই অভিনেত্রীটি এখন ফিরে এসেছেন দেশের মাটিতে। বলিউডে পাড়ি জমানোই তাঁর এখন প্রথম লক্ষ্য। তবে তাঁর ঝুলি একদমই ফাঁকা। তাই ইচ্ছা থাকলেও বলিউডে পাড়ি জমানোটা তাঁর পক্ষে ততটা সহজ হবে বলে মনে করা হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।