ফেসবুকে অমিতাভের ১৮ মিলিয়ন ফলোয়ার


প্রকাশিত: ০২:৫০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

১৮ মিলিয়ন পেরোলেন অমিতাভ বচ্চন (বিগ বি)। এটি নেহাতই সংখ্যা নয়। ফেসবুকে ১৮ মিলিয়ন ফলোয়ার এই মুহূর্তে এই সুপারস্টারকে ফলো করছে। আর এই খবর সবচেয়ে আগে জানিয়েছেন সুপারস্টার নিজেই। তিনি ফেসবুকের মাধ্যমেই তাঁর অগণিত ভক্তের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেখানে উল্লেখ করেছেন, দর্শক ছাড়া তিনি শূন্য। এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। তাঁরা যেন এভাবেই তাঁর পাশে থাকেন।

ফেসবুকের মাধ্যমেই তিনি তাঁর ভালোলাগা, নানা অনুভূতির কথা অনুরাগীদের মধ্যে ভাগ করে নেন। এছাড়াও টুইটার, ব্লগও তিনি লিখে থাকেন। কিন্তু খুব কম সময়ের ব্যবধানে তাঁর ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ১০ থেকে ১৮ মিলিয়ন হয়ে যাওয়ায় জনপ্রিয়তার উর্ধ্বমুখী হারটা স্পষ্টভভাবে টের পাওয়া যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।