‘আদিম’ সিনেমার নতুন যাত্রা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২১ জুন ২০২৩

মস্কো চলচ্চিত্র উৎসবে নেটপ্যাকজয়ী সিনেমা ‘আদিম’ ২৫ মে মাত্র চারটি সিনেমা হলে মুক্তি পায়। পরে স্বল্প পরিসরে আরও কয়েকটি হলে সিনেমাটি মুক্তি পায়। এবার মুক্তির বিকল্প পথে হাঁটছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম।

পরিচালক বলেন, আমাদের প্রত্যাশার চেয়ে বেশি দর্শক ছিল। আমরা কল্পনাই করতে পারি নাই এক লাখ টাকার টিকিট বিক্রি করতে পারব। স্ক্রিনিংও বেড়েছিল। কিন্তু ব্যবসায়িক কারণে সিনেপ্লেক্সগুলো পরে হয়তো আর সিনেমাটি চালায়নি। কিন্তু অনেকেই বিভিন্ন জেলা থেকে সিনেমাটি দেখতে চাইছেন। সে জন্য আমরা বিকল্প পথে সিনেমাটির প্রদর্শনী নিয়ে এগোচ্ছি।

আরও পড়ুন: ‘আদিম’ সিনেমা নিয়ে আড্ডায় যুবরাজ শামীম ও আমির হামজা

Adim-Cover-(1).jpg

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আমির হামযা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে তার বাড়ি। জেলাটিতে কোনো সিনেমা হল নেই। সে কারণে এলাকার আরও কয়েকজনের সহযোগিতায় নিজের জেলায় সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন এই চিত্রগ্রাহক।

শামীম বলেন, আগামী ঈদে কুড়িগ্রাম থেকে বিকল্প উপায়ে আমাদের যাত্রা শুরু হবে। সিনেমাটি কুড়িগ্রামে তিন দিন চলবে। ইচ্ছা আছে এরপর চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও আবার ঢাকায় মুক্তি দেব।

আরও পড়ুন: 'আদিম সিনেমার সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে অভিনয়’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, সোহাগী খাতুন, দুলাল মিয়া, সাদেক প্রমুখ।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।