দিতির প্রথম জানাজা সম্পন্ন


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২০ মার্চ ২০১৬

জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিতির মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ ও তার আত্মীয় স্বজনেরা।

দিতিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন রিয়াজ, চয়নিকা চৌধুরী, মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, বাঁধনসহ আরো অনেকেই।

দিতির মরদেহ হিমঘরে রাখা হবে। সেখান থেকে সোমবার সকালে সোনারগাঁওয়ের দপ্তপাড়া পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হবে। পরে বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে জানাজা শেষে গ্রামের বাড়িতেই সমাহিত হবেন নন্দিত এই চিত্রনায়িকা।

এলএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।